তোমায় কেউ ওয়ার্কশপে নিয়ে ঠিক করবে না।
ক্ষাণিক পেছনে গিয়ে ভরবেগ বাড়াও,
নতুন করে শুরু করো।
সব সময় সামনে এগোতে নেই,
কখনো কখনো পেছনেও ফিরতে হয়।
নিজের প্রত্যয়কে ভেঙে প্রয়োজনে নতুন করে গড়ো
স্বল্পব্যাপ্তির এ জীবনে হারানোর কিছুই নেই।
এক্সপেরিমেন্ট করো, হয়তো নতুন কিছু সৃষ্টি হবে
নয়তো প্রকাণ্ড বিস্ফোরণে কালো হবে চারপাশ!
2024-08-18