তাঁর প্রতিটি কাজ প্রমাণ করে, তিনি কতটা মানবিক ছিলেন। তিনি অন্তর থেকে বিশ্বাস করতেন, দেশ একদিন মুক্ত হবে। দেশের মানুষ সমৃদ্ধ হবে। সবার একটি হাসি–আনন্দময় জীবন থাকবে। তাঁর পররাষ্ট্রনীতির মূল কথা ছিল—সবার সঙ্গে মৈত্রী, কারও সঙ্গে বৈরিতা নয়। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশন ছিল। সেখানে তিনি বাংলায় বক্তৃতা করেন। তিনি অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে বিশ্বশান্তির ওপর গুরুত্ব দেন। বক্তৃতা শেষ করেন মানুষের অজেয় শক্তির ওপর বিশ্বাস রেখে।
2024-08-15