কথা ছিল একদিন,
উত্তাপে যদি পুড়ে শরীর,
খণ্ডিত মগজের গলিত চিন্তারা যদি, ধুয়ে যায়
প্লাবনের জলে;
যদি প্রচণ্ড সাহস এসে জমা হয় বক্ষতলে,
পিছুটান আর প্রশ্নবিদ্ধ মুখমণ্ডলগুলো যদি
সভ্যতার বন্ধ্যত্বে হয়ে যায় অস্বচ্ছ,
আমরা সেদিন মুখোমুখি হব।
ঘাড় ঘুরিয়ে শেষবারের মতো দেখে নিব
ভোগান্তির জনজীবন, তপ্ত আকাশ,
সুপ্ত বাসনা, চন্দ্রের অভিলাষ।
আমাদের স্বাধীন ইচ্ছেরা সেদিন,
আবারও জন্ম নেবে পরাধীনতার গর্ভে।
এক-একটি দাবির ভারে
পরিপক্ব হবে মিছিল,
দুঃসময়ের বিছানায় চিরনিদ্রায় শায়িত হবে দুর্দিন।
এরপর আমি, তুমি এবং আমরা মিলে
নিশ্চিন্তে উপভোগ করব ক্লান্তি।
যেন কত সহস্র রজনী, রাত্রির চোখে চোখ রেখে
বলা হয়নি, ভালোবাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *