মাত্র তিন বছরের ব্যবধানে আমি বস্তি থেকে এজাক্স হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে আসি। মানুষ আমাকে জিজ্ঞেস করে, কীভাবে এত দ্রুত পরিবর্তন করলাম? সত্যি বলতে এর কারণ, ফুটবল মাঠে আমি কোনো চাপ অনুভব করি না। কিসের ভয়? যখন আপনি মৃতদেহের ওপর দিয়ে স্কুলে যেতে পারেন, তখন ফুটবলে কোনো কিছুকে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
2024-08-14