কাঁদতে কাঁদতে সে–ও পথে নেমে এসেছে
তার হাতে ছিল লাল টকটকে সবুজের আবেশে
উড়তে থাকা পতাকা।
যে বুকে প্রেমিকা ছিল সে বুকে এখন বুলেট।
যে মাথায় কস, থিটা, রুট, স্কয়ার হিজিবিজি ঘুরত
সেখানে এখন দেশপ্রেম।
তারপর একটি শব্দ এবং মস্তক ছিটকে মাটিতে!
তবু উড়ছে ওই লাল সবুজের পতাকা!
2024-08-11