সত্তর-আশি দশকে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে পোশাক নিয়ে একটি নতুন ধারণা ব্যাপকভাবে বিকাশ পায়। ধারণাটি ‘পাওয়ার ড্রেসিং’ শিরোনামে পরিচিতি পায়। একসময় এ লুককে ‘বসলেডি লুক’ বলে ডাকা শুরু করে সবাই। এখন যেন যেকোনো ধারণাকে ভেঙে গড়ে নতুন রূপ দেওয়াটাই ট্রেন্ড। তাই তো আজকাল আমরা দেখছি হলিউড, বলিউড ছাড়িয়ে বাংলাদেশের তারকারাও ট্রেন্ডসেটার হয়ে উঠছেন।
2024-08-01