নতুন করে ট্রেন্ডে ফিরেছে স্কার্ট। এই আবহাওয়ায় আরামদায়ক বটমওয়্যার হিসেবে স্কার্টকে রাখতে হবে প্রথম সারিতে। পরার গুণে, অনুষঙ্গের যথাযথ ব্যবহারে হয়ে ওঠা যায় স্টাইলিশও। বলিউড তারকারা অবশ্য এ বিষয়ে বেশ এগিয়ে। যেকোনো ট্রেন্ডি ফ্যাশনে তাঁরা এক শতে এক শ। ট্রেন্ডসেটার হিসেবেও কম যান না। দেখে নেওয়া যাক তারকাদের স্কার্ট পরা বেশ কিছু লুক।
2024-07-30