খোলা আকাশে নীল মেঘ হয়ে উঁকিঝুঁকি দাও।
দমকা সমীরণ হয়ে জানালায় মুচকি হাসো
পড়ন্ত বিকেলে রংধনু হয়ে অম্বরে ভাসো,
রাত্রে গন্ধরাজ ফুল হয়ে সুবাস ছড়িয়ে দাও
কেন যে অতিথি পাখির মতো পালিয়ে বেড়াও?
2024-07-30
খোলা আকাশে নীল মেঘ হয়ে উঁকিঝুঁকি দাও।
দমকা সমীরণ হয়ে জানালায় মুচকি হাসো
পড়ন্ত বিকেলে রংধনু হয়ে অম্বরে ভাসো,
রাত্রে গন্ধরাজ ফুল হয়ে সুবাস ছড়িয়ে দাও
কেন যে অতিথি পাখির মতো পালিয়ে বেড়াও?