বুকের নদীতে সুখের ঢেউ ওঠে না আগের মতো।
সবুজ আঁচলে পাখিটি ছটফট করছে মৃত্যুযন্ত্রণায়
মা জননী হাত বাড়িয়ে কোলে নিতে পারছে না,
যতবার এগিয়ে যায় মা ততবার লুটিয়ে পড়ে মাটিতে
মায়ের চিৎকারে আকাশ–বাতাস ভারী হয়ে ওঠে
খোদার আরশ হয়তো কাঁপতে থাকে,
কিন্তু কিছু মানুষের হৃদয়ে একটুও দয়া আসে না
নীড় ছেড়ে চলে যাওয়া পাখিটি
আর কোনো দিন নীড়ে ফিরে আসবে না
পাখিটি আর ডাকবে না মিষ্টি সুরে মা মা বলে।
2024-07-28