আমাদের ফোসকা পড়া পায়ে কেন নতুন দিগন্ত আসে না
ভোরের অপেক্ষায়, অফুরন্ত অপেক্ষায় পথের শেষে পথ, শুধু হেঁটে যেতে হয়
বৃক্ষ তোমাকেই শুধু নীরবে দুঃখের কথা বলি
তুমি যেন কেন্দ্র, আর তোমাকে সাক্ষী করে ঘুরে চলি, ঘুরে এসেছি আদি–অন্তকাল
তুমিই শুধু জানো আমার তুলোর মতো হৃদয়ের ভার, বয়সের গাছ পাথর
পৃথিবীর মানুষেরা সবাই ভালোবাসার মর্মকথা বোঝে না
ভালোবাসার রূপকথা বোঝে না
কেউ কেউ বোঝে বলে শুধু তাকেও আমার মতো
সর্বস্ব হারানো পথে নেমে আসতে হয়
নতুন গাছের শিকড়ে এসে বুক পেতে দিতে হয়
শিরার মতো তুমি ছড়িয়ে পড়ো, ভঙ্গুর শরীরজুড়ে
মৃত আমি জীবন্ত মাটি হয়ে আকাশ দেখে যাব
2024-07-27