বাবুডাইং আলোর পাঠশালার সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস বলেন, ‘এ বছর বাগানগুলোয় আমের ফলন কম। অন্যদিকে দামও বেশি হওয়ায় সাধারণ মানুষের পক্ষে খুশিমতো আম কিনে খাওয়া সম্ভব হয় না। বন্ধুসভার এ উদ্যোগটি খুবই ভালো। শিক্ষার্থীরা হাতে হাতে আম পেয়ে খুশি হয়েছে। আম পাওয়ার পর শিক্ষার্থীদের হাস্যোজ্জ্বল মুখটি দেখে খুবই ভালো লেগেছে। এ জন্য প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ জানাই।’
2024-07-27