ঘোর সবুজ অন্ধকারে, মনে হয় এই তো সেদিন!
জানালার ওপাশ থেকে আসা বৃষ্টির ছাট এখনো তোমার চোখে-
মুখে, মনে হয় এই তো কিছুক্ষণ!
আমার অস্তিত্বে এখনো তুমি মুহূর্ত না পেরোনো চুম্বনের স্বাদ, এই
মাত্র উড়ে যাওয়া পাখির ডানার শব্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *