নখের আঁচড়ের কালশিটে দাগ,
আর ছিন্নভিন্ন বস্ত্রে কিশোরী ঘ্রাণ।
কলঙ্কিত হয় সমাজের বিধিমালা;
সুগন্ধির আড়ালে সমাজপতির চরিত্র
হিংস্র পোষ্যবর্গ সুশীলের ছায়ায় নিমগ্ন,
অথচ, সেদিনের কিশোরীটি অপাঙ্‌ক্তেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *