আর্তনাদগুলোকে বিসর্জন দেব
তোমার ওই গহিন হৃদয়ের ফেনিল সাগরে।
যতই নিজেকে আড়াল করি
মৌনতা পুষে রাখি নিজের ভেতর;
পারবে তুমি আমায়
শতবর্ষী বটবৃক্ষের মতো ছায়া দিতে?
কথা দিচ্ছি,
মৃত্যুর আগে স্মারকলিপি লিখে রেখে যাব
অকৃত্রিম কৃতজ্ঞতা এঁকে যাব রঙিন দেয়ালিকাজুড়ে।
2024-07-10
