শব্দের দ্যোতনায় উদ্বেলিত মেঘমালা,
আলো-আঁধারি রাতের উপমায় লুকোচুরি খেলা।
কবিতা, তুমি মানো বা না মানো
জানো বা না জানো; আমি জানি
তুমি আমার মনোভূমি।
কথা দিলাম সফেদ কাপড়ে
যন্ত্রণাগুলো মুড়িয়ে রাখব
হিংসা, বিবাদ, লোভকে পাঠাব বহুদূরে বনবাসে,
গোলটেবিল বৈঠকে নীতিহীন সুবিধাবাদী সুশীল সমাজকে
ডোবা-নালায় পাঠাব মৎস্য-শিকারে,
বৃদ্ধাশ্রমগুলোতে ছড়াব সুখের মাতম,
বিশ্বব্রহ্মাণ্ড থেকে বিষাদের কুয়াশাকে বিদায় জানাব লহমায়, তবু
কবিতা, তুমি আসো;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *