নাসির উদ্দিন খান, মুকিত জাকারিয়া, প্রিয়া মৌলি, হিন্দোল রায়—সবার অভিনয়ে একটুকরো জীবন্ত চট্টগ্রাম উঠে আসে। চলমান প্রাকৃতিক সৌন্দর্য, দৃশ্য বুনন আমাকেও সেই ছোটবেলার শহরে নিয়ে যায়। অর্পিতা আর পার্থকে একটু জব্বর মিঞার বলীখেলার মেলাতে ঘুরিয়ে মেলার কিছু দৃশ্য তুলে আনা যেতে পারত। চট্টগ্রাম শহরের বিশেষ বিশেষ জায়গাগুলোতেও ওরা কোনোভাবে এসে একটু ঘুরে যেতে পারল না? তাহলে শহরের বিখ্যাত সেই ইতিহাসগুলোও নতুন এই চলচ্চিত্রের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারত। এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়ে গেল ভাষা আর আবেগ। আশা করি পরবর্তী চলচ্চিত্রে পরিচালক আরও যত্ন নিয়ে চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্যকে প্রাণবন্ত করে তুলবেন।
2024-07-05
