আচারের কথা শোনামাত্র জিবে জল আসবে না, এমন মানুষ খুঁজে পাওয়া দায়। এই বর্ষায় খিচুড়ি হোক কিংবা গরম গরম ভাত—প্রতিদিনের খাবারের সঙ্গে একটুখানি টক, ঝাল–মিষ্টি আচার বা চাটনি যেন খাদ্যের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণে। তবে আচার যে শুধু মুখরোচক, তা নয়; এতে রয়েছে নানা খাদ্যগুণ, যা শরীরের জন্য খুবই উপকারী। আসুন, জেনে নিই আচারের ৬টি উপকারিতা।
2024-05-22