পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়েজিদের আসল পরিচয় পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় সিআইডি পুলিশের হাতে আটক হওয়া বায়েজিদকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে তার নিজ জেলা পটুয়াখালীতে। স্বপ্নের পদ্মা সেতুতে নাট-বল্টু খুলে টিকটক তৈরির ঘটনায় আটক বায়েজিদ এক সময় পটুয়াখালী জেলা ছাত্রদ‌লের কর্মী ছিলেন বলে জানা গেছে।

বায়েজিদের বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-হেলাল নয়ন গণমাধ্যমকে জানান, বায়েজিদ আগে পটুয়াখালীতে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন। স্বেচ্ছা‌সেবক দ‌লের এক সিনিয়র বড় ভাইয়ের সঙ্গে বায়েজিদ মিছিল-মি‌টিংয়ে অংশ নিতেন। ত‌বে কোনো পদে ছিলেন না।

জেলার সদর উপজেলার ২ নং বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুর রহমান মুক্তা জানান, বায়েজিদের পরিবার বিএন‌পির রাজনীতি করে। কিন্তু বায়েজিদ কী কর‌তো সেটা জানি না।

একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না‌সির উ‌দ্দিন খান জানান, বায়েজিদের বাড়ির সবাই যেহেতু বিএন‌পি করে, সেহেতু তার ছাত্রদল করাটা স্বাভাবিক।

রোববার (২৬ জুন) পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে তা ভিডিও করে টিকটক বানানো এবং ব্যক্তিগত ফেসবুকে আপলোড করে বায়েজিদ তালহা ওরফে বায়েজিদ। এ ঘটনা দেশব্যাপী ছড়িয়ে গেলে হৈ চৈ পড়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সিআইডি পুলিশ তাকে আটক করে পুলিশ হেফাজতে নেয়। ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *