শনিবার প্রকাশিত এক আপডেটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে , বিশ্বের মোট ৮৯ দেশে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সিবিএস নিউজ
সংস্থাটি বলছে, যেসব স্থানে এই ভ্যারিয়েন্টের কমিউনিটি পর্যায়ে সংক্রমণ হচ্ছে সেখানে প্রতি দেড় থেকে তিন দিনে আক্রান্তের সংখ্যা দুইগুন হচ্ছে। এমনকি যেসব দেশে এরইমধ্যে বেশীরভাগ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে সেখানেও দ্রুত ছড়িয়ে পড়ছে ভ্যারিয়েন্টটি।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ওমিক্রনকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসাবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভ্যারিয়েন্ট শনাক্তের পর খুব অল্প সময়ের মধ্যেই একে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা হয়।
আশঙ্কার বিষয়, উচ্চমাত্রায় রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষের শরীরে অমিক্রন দ্রুত ছড়াচ্ছে—এমন তথ্য জানিয়ে ডব্লিউএইচও বলছে, এমনটি কেন হচ্ছে, তা এখনো পরিষ্কার নয়। তাদের ধারণা, ওমিক্রনের রোগ প্রতিরোধক্ষমতা ভেঙে দেওয়া বা অতিমাত্রায় সংক্রমণ ক্ষমতা কিংবা এ দুইয়ের সংমিশ্রণজনিত কারণে এমনটা হতে পারে।