শহর প্রতিনিধি:
দীর্ঘদিন চিকিৎসাধিন থেকে দেশে ফেরার পর ফেনীস্থ বাসায় সিনিয়র সাংবাদিক ও এনটিভি জনকন্ঠের প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলালকে দেখতে যান ফেনী রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। সোমবার রাতে ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি শাহ জালাল রতন ও নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে সাক্ষাতকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউনিটির সভাপতি এনামুল হক পাটোয়ারী (নয়া পয়গাম), সাধারন সম্পাদক আলী হায়দার মানিক (ফেনীর সময়/ নয়া শতাব্দী), নব নির্বাচিত সাধারণ সম্পাদক দিদারুল আলম (এটিএন বাংলা/দৈনিক ফেনী), সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী (বাসস/দৈনিক ফেনী) সাবেক সাধারন সম্পাদক শুকদেব নাথ তপন (ভোরের কাগজ) ও মাইন উদ্দিন (স্টার লাইন), বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজী (মসিমেলা), সহ-সাধারন সম্পাদক ওমর ফারুক (ইনকিলাব), কোষাধ্যক্ষ নুর উল্লাহ কায়সার (বনিক বার্তা/জাগো নিউজ), প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ নিলয় (মোহনা টিভি), সদস্য এম এ জাফর (প্রভাত আলো), ইউনিটির সহযোগি সদস্য আজিজ আল ফয়সাল (দৈনিক স্টার লাইন) ও সাইফুল ইসলাম (দৈনিক আলোকিত প্রতিদিন)।
2021-12-14