নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা চলমান আন্দোলনকে আরও বেগবান করার ঘোষণা দিয়েছে।

ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ ও গ্রুপে মঙ্গলবার (৩০ নভেম্বর) রাস্তায় নামার ঘোষণা দেয় তারা। প্রাইভেট ও পাবলিক এসব গ্রুপে শিক্ষার্থীরা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছে।

নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) ফেসবুক পেজ ও গ্রুপে শিক্ষার্থীদের প্রতিবাদী বিভিন্ন আলোচনা দেখা গেছে। তারা সেখানে মঙ্গলবার সকাল থেকে কোন প্রতিষ্ঠান কোথায় জমায়েত হবে তাও জানিয়ে দিচ্ছে।

এরকম এক বার্তায় স্টুডেন্ট ফোরাম ও একরামুন্নেছা স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছে, “রামপুরায় অনাবিল বাসের চাপায় শিক্ষার্থী মো. মাইনুদ্দীন ইসলাম দুর্জয় হত্যার প্রতিবাদে আমরা আবারও নিরাপদ সড়কের দাবিতে আগামীকাল ১১টায় মতিঝিল শাপলা চত্তরে একজোট হবো। সবাইকে অংশগ্রহণ করতে বলা হচ্ছে! বি.দ্র.: সকল কলেজ, স্কুল, ভার্সিটির শিক্ষার্থীরা আমন্ত্রিত।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা এভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে আন্দোলনের ঘোষণা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *