বাংলাদেশ থেকে ভারতে বিভিন্ন নিত্যনতুন সামগ্রী ভারতে পাচার হচ্ছে। মাথার চুল থেকে শুরু করে বিভিন্ন দুর্লভ পাখি রয়েছে পাচারের তালিকায়। ভারত থেকেও গাঁজা-ফেনসিডিল বাংলাদেশে ঢুকছে। বিএসএফ সূত্রে জানা গেছে, সম্প্রতি পাচারকালে বেশ কয়েকটি দুষ্প্রাপ্য পাখি ধরা পড়েছে। বেশ কয়েজন অনুপ্রবেশকারীকেও ধরতে সক্ষম হয়েছে বিএসএফ।

সীমান্তে চোরাকারবার বন্ধে বিএসএফ ও বিজিবি সমন্বয় ও সহযোগিতার কথা বললেও করোনা পরিস্থিতিতেও পাচার বাণিজ্য চলছেই। গত শনিবার নদিয়া জেলার চাপড়া থানা এলাকায় বিএসএফের হাতে ধরা পড়েছে মানুষের মাথার শতাধিক পরচুল। নারীদের মাথার চুল বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

বিএসএফের বক্তব্য অনুযায়ী, চোপড়ার কদর মন্ডলের কাছ থেকে এগুলো জব্দ করা হয়েছে। কদর মন্ডল জানান, বাংলাদেশের চুয়াডাঙা জেলার খুতুবপুরের আজিজুল মন্ডল এই পরচুল তার কাছে পাচার করেছে।

শুধু পরচুলই নয়, সাম্প্রতিক সময়ে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার বাংলাদেশ সীমান্ত থেকে ভারতীয় সীমান্ত রক্ষীরা বেশ কিছু দুষ্প্রাপ্য পাখিও জব্দ করেছেন। পাখিগুলোর মধ্যে রয়েছে, কালো রাজহাংস, কালো ধণীশ, বুনো টার্কি প্রভৃতি। বাজেয়াপ্ত করা পাখিগুলোকে বনদপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

প্রচুর মাদকও উদ্ধার করেছেন ভারতীয় সীমান্তরক্ষীরা। গত সোমবার ৮০১ বোতল ও এর আগের দিন ১৭৫ বোতল ফেনসিডিল ছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে ১০ কেজি গাঁজা। প্রায় প্রতিদিনই চলছে বিএসএফের অভিযান। কিন্তু এরপরেও পাচার বাণিজ্য থামছে না। সেই সঙ্গে রয়েছে বেআইনি অনুপ্রবেশও। পশ্চিমবঙ্গে গত সাত দিনে অন্তত ৩০ জন বাংলাদেশি ও একজন ভারতীয় দালাল ধরা পড়েছে বিএসএফের হাতে।- আজকের পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *