স্টাফ রিপোর্টার, আজকের সময় :
প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশ চ্যাপ্টারের সঙ্গে সমঝোতা স্মারক
সাক্ষর করেছে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি
সাক্ষর অনুষ্ঠিত হয়।
প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশ চ্যাপ্টারের পক্ষ থেকে সমঝোতা
স্মারকে সাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অন্বেষা আহমেদ ও প্রাইমএশিয়া
বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মেসবাহ কামাল।
প্রতিষ্ঠানটির সঙ্গে সমঝোতা স্মারক সাক্ষরের উদ্যোগ গ্রহণ করেন
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. নাশিদ
কামাল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য
(মনোনীত) প্রফেসর ড. মো. নুরুন্নবী মোল্লা, ট্রেজারার (ভারপ্রাপ্ত) প্রফেসর
ড. ইফফাত জাহান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসাইন, বিবিএ
প্রোগ্রামের পরিচালক এ এস এম মাহমুদুল হক, একই বিভাগের প্রভাষক মো.
আহসান চৌধুরী ও সাবরিনা সাদ। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় থেকে জনাব
মো. আহসান চৌধুরী সমঝোতা স্মারকের বিষয়সমূহ ও সুবিধাসমূহ তুলে
ধরেন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশ চ্যাপ্টারের পক্ষে জনাব
ফিরোজ আহমেদ ও তাসীন চৌধুরী সমঝোতা স্মারকের আওতায় প্রাইমএশিয়া
বিশ্ববিদ্যালয় থেকে কী সম্ভাব্য সুবিধা পেতে পারেন তা তুলে ধরেন। প্রজেক্ট
ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশ চ্যাপ্টারের সঙ্গে ৩৭০টি প্রতিষ্ঠানের সদস্য
হিসেবে সম্পর্ক রয়েছে। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই
স্বনামধন্য প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। এছাড়াও প্রজেক্ট
ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে করা র্কোসগুলো প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা ফ্রিতে করতে পারবেন।