আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোট পান। ৪৮ ঘণ্টার বিশ্রামের পর জানানো হলো, ওই চোটেই শেষ হয়ে গেল বাংলাদেশি অলরাউন্ডারের বিশ্বকাপ। এর আগে মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাক ইনজুরিতে দেশে ফেরেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ সাকিবকে পর্যবেক্ষণে রেখেছিল। এরপর না খেলার বিষয়টি জানা যায়। এই ধরনের ইনজুরি থেকে ফিরতে কমপক্ষে ৭ দিন লাগে।
সুপার টুয়েলভে বাংলাদেশের আরো দুটি ম্যাচ রয়েছে, ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ও ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন মাহমুদউল্লাহরা। এই দুই ম্যাচে পাওয়া যাবে না সাকিবকে।