তিস্তার প্রবল স্রোতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাকিনা-রংপুর মহাসড়ক বিলীন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার কাকিনা রুদ্রেশ্বর মিলন বাজার এলাকায় এই মহাসড়ক বিলীন হয়।

বিষয়টি নিশ্চিত করে কাকিনার রুদ্রেশ্বর গ্রামের ইউপি সদস্য আব্দুস সামাদ বলেন, সড়ক ধসে যাওয়ায় কাকিনা-রংপুর যোগাযোগ বন্ধ রয়েছে। এতে অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক শহিদ জানান, কাকিনা ইউনিয়নে প্রায় ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে, কাকিনার মহিপুর সেতু রুদ্রেশ্বর এলাকায় পাকা সড়ক ধসে গিয়ে রংপুরের সাথে যোগাযোগ বন্ধ হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান জানান, কাকিনা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনে ঘটনাস্থলে রওনা হয়েছি।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী রাশেদীন ইসলাম বলেন, উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিকে, তিস্তার প্রবল স্রোতে ঘরবাড়ি-রাস্তাঘাট বিলীন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *