সর্বকালের রেকর্ড ভেঙ্গেছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন।

বুধবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে বিটকয়েনের দাম উঠে যায় ৬৬ হাজার ৩৪২ মার্কিন ডলার।

এর আগে চলতি বছরের এপ্রিলে বিটকয়েনের রেকর্ড দাম উঠেছিলো ৬৪ হাজার ৮৯৫ মার্কিন ডলার। মঙ্গলবার প্রথম মার্কিন বিটকয়েন ফিউচারস বেসড এক্সচেঞ্জ ট্রেড ফান্ড চালু হওয়ার একদিনের মধ্যে এই রেকর্ড হলো।

জানুয়ারিতে ইলন মাস্ক বিটকয়েনে বিনিয়োগের সিদ্ধান্ত জানানোর পর বাজারদর বাড়তে থাকে এই ক্রিপ্টোকারেন্সির ।

অনলাইনে ডলার পাউন্ড ইউরো ও টাকার মতো অন্যান্য মুদ্রা দিয়ে যেমন কেনাকাটা করা যায় তেমনি কেনাকাটা করা যায় বিটকয়েনেও। তবে ডলার পাউন্ড ইউরো ও টাকার মতো মুদ্রাব্যবস্থায় যেমন দেশগুলোর সরকার ও কেন্দ্রীয় ব্যাংক জড়িত থাকে, বিটকয়েনের ক্ষেত্রে তা থাকে না।

বিটকয়েন লেনদেনে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। ইলেকট্রনিক মাধ্যমে অনলাইনে দুজন ব্যবহারকারীর মধ্যে সরাসরি বা পিয়ার-টু-পিয়ার লেনদেন হয়। লেনদেনের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় ক্রিপ্টোগ্রাফি ।

বিশ্বের একাধিক দেশে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন স্বীকৃত হলেও বাংলাদেশে এই মুদ্রা স্বীকৃত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *