সংবাদ বিজ্ঞপ্তি :
ফেনী প্রেস ক্লাবের ইসি কমিটির জরুরী সভা শনিবার (১৬ অক্টোবর) শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি জসিম মাহমুদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনএন জীবনের সঞ্চালনায় সভায় আগামী নির্বাচন ও ক্লাবের আনুষঙ্গিক বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শাহজালাল রতন।
সভায় ফেনী প্রেস ক্লাবের আগামী নির্বাচন ও বিভিন্ন এজেন্ডা নিয়ে মতামত পেশ করেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি শিহাব লিটন ও সৈয়দ মনির, সাবেক সাধারণ সম্পাদক এসএম ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক কাজী হাবীবুল্যাহ সুমন ও নিজাম উদ্দীন, কোষাধ্যক্ষ শাহাদাত হোসাইন, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ফিরোজ আলম, সাহিত্য সম্পাদক সফিউল্যাহ রিপন, তথ্য প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান, ক্রিড়া সম্পাদক ওমর ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা সাম্য লিনা, নির্বাহী সদস্য কাফি দিদার, নজির আহমদ, জাহাঙ্গীর জনস ও হাসান মাহমুদ।
সভা শেষে মধ্যাহ্ন ভোজে অংশ নেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।