প্রেস বিজ্ঞপ্তি : ফেনীতে কর্মরত সাংবাদিকদের প্রিয় সংগঠন ফেনী রিপোর্টার্স ইউনিটির নতুন সহযোগী সদস্যদের সাথে গতকাল বুধবার বিকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিকের সঞ্চালনায় মতনিবিময় সভায় বক্তব্য রাখেন ইউনিটির সহ-সভাপতি ও যুগান্তর ফেনী প্রতিনিধি যতন মজুমদার, ইউনিটির সাবেক সহ-সভাপতি ও মসিমেলা সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, ইউনিটির কোষাধ্যক্ষ ও বণিক বার্তা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, ইউনিটির কার্যনির্বাহী সদস্য ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, ইউনিটির সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক প্রভাত আলো প্রতিনিধি এম এ জাফর প্রমুখ। সম্প্রতি ইউনিটির সাধারণ সভায় তাদের আবেদনের প্রেক্ষিতে ৬ জনকে ইউনিটির নতুন সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে। তারা হলেন সাপ্তাহিক আলোকিত ফেনী বার্তা সম্পাদক বকুল আক্তার দরিয়া, দৈৈনিক ঢাকা টাইমস প্রতিনিধি এম শরীফ ভূঁইয়া, দৈনিক নয়াপয়গাম স্টাফ রিপোর্টার এএসএম জাকারিয়া ভূঁইয়া, দৈনিক আলোকিত প্রতিদিন প্রতিনিধি মো: সাইফুল ইসলাম, দৈনিক স্টার লাইন শহর প্রতিনিধি আজিজ আল ফয়সাল ও দৈনিক ফেনী নিজস্ব প্রতিবেদক মো: সাহাব উদ্দিন।
2021-10-06