শনিবার ১৮ আগস্ট টুইটারে হার্ড হিটার এই ক্যারিবীয় ব্যাটসম্যান বলেন, ‘আগামীকাল পাকিস্তানে যাচ্ছি, সঙ্গী হবেন কেউ?’

গেইলের হঠাৎ এমন ঘোষণার পর নানা গুন্জন শোনা যাচ্ছে নেট মাধ্যমে। বেশিরভাগ নেটিজেনদের ধারণা, সম্প্রতি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট দল, আর এই ঘটনার প্রতিবাদ সরূপ বার্তাটি দিয়েছেন ক্রিস গেইল।

তবে কি সত্যিই, রবিবার গেইল আসছেন পাকিস্তানে? তা জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েক ঘন্টা।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করে দেশে ফিরে গিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) অভিযোগ, কিউইরা একতরফাভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। তারা এখনো পাকিস্তানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেনি। এমনটাই জানাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে পিসিবির কর্তাব্যক্তিরা।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও নির্বাচক ইনজামাম উল হক। কিউইদের বিপক্ষে ব্যবস্থা নিতে আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১৮ সেপ্টেম্বর) ইউটিউবে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *