আজকের সময় প্রতিবেদক :
ফেনী লিও ক্লাবের আয়োজনে শহরতলীর আলিফ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য, দাঁত, চক্ষু, রক্তের গ্রুপ নির্ণয় ও ঔষধ বিতরণ করা হয়।
দিনব্যাপী প্রোগ্রামে প্রায় ৫০০ শতাধিক রোগিকে বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। ফেনী লিও ক্লাব সভাপতি মুরাদ হাসনাত রাফীর সভাপতিত্বে লায়ন জেলা ৩১৫ বি২ এর মাননীয় জেলা গভর্নর লায়ন এটিএম নজরুল ইসলাম এমজেএফ প্রোগ্রামটির শুভ উদ্ভোদন করেন। প্রোগ্রামে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২ এর ফার্স্ট ভাইস গভর্নর লায়ন আনোয়ারুল বাসেত এমজেএফ, সেকেন্ড ভাইস গভর্নর লায়ন আহমেদুজ্জামান এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন বোরহান উদ্দিন, কাউন্সিল অব চীপ এডভাইজর লায়ন রুহুল আমিন ভূঁইয়া, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মঞ্জুরুল ইসলাম মঞ্জুর, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন জাফর ইকবাল, নেয়ামত উল্ল্যাহ বাবু, লায়ন শাহাদাত হোসেন, লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া, লায়ন আশরাফ উদ্দিন, জোন চেয়ারপার্সন লায়ন শাহেদ উদ্দিন মিল্লাত, লায়ন্স ক্লাব অব ফেনীর পিপি লায়ন মোজাম্মেল হক বাবুল, আইপিপি লায়ন আবুল কালাম ভুঁইয়া, প্রেসিডেন্ট লায়ন রফিকুল হক নিপু, ভাইস প্রেসিডেন্ট লায়ন শহীদুল আলম ভূঁইয়া, সেক্রেটারি লায়ন জাফর উল্ল্যাহ, লায়ন আবির আহমেদ, লায়ন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন মামুন খান, লায়ন আরিফুল ইসলাম, লিও জেলা সভাপতি শারমিন জুয়ারিয়া জাহিদ ইনা, সেক্রেটারি লিও মানিক হোসেনসহ বিভিন্ন ক্লাবের লায়ন্স ও লিও ক্লাবের লায়ন্স ও লিও নেতৃবৃন্দ।
প্রোগ্রাম শেষ জমকালো আয়োজনে লায়ন্স ও লিও জেলাকে অভ্যর্থনা দেওয়া হয়।
একই দিন লায়ন্স জেলার আয়োজনে ফেনীর ফুলগাজীতে প্রায় ৫০০ শতাধিক বন্যা কবলিত মানুষের মাঝে রিলিপ ডিষ্ট্রিবিউশান করা হয়।