আফগানিস্তান থেকে মঙ্গলবার শেষ ব্রিটিশ বিমান ছেড়ে যাবে বলে জানিয়েছেন দেশটির মন্ত্রীরা। এদিকে মাত্র চারদিনে আফগান ছাড়তে মরিয়া হাজার হাজার মানুষকে রেখেই শেষ ব্রিটিশ বিমানটি আফগান ছাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ মন্ত্রীরা জানান, ব্রিটিশ সেনা ও নাগরিকদের আফগানিস্তান থেকে নেওয়ার শেষ ফ্লাইটটি মঙ্গলবারেই কাবুল ছেড়ে যাবে। যদিও এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে, মার্কিন প্রেডিডেন্ট জো বাইডেনকে ছয় হাজারের মতো ব্রিটিশ নাগরিকদের কাবুল ছাড়ার ব্যাপারে সহায়তা করার জন্য বিমানবন্দর থেকে দেরিতে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।

ব্রিটিশ সরকারের সূত্রে জানা গেছে, ব্রিটিশ নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে আফগানিস্তান থেকে নিয়ে যাওয়া সম্ভব হলেও দুই হাজারের মতো আফগান নাগরিককে ফেলেই যেতে হতে পারে।

ব্রিটিশ সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অনেকে রেখেই যেতে হবে। প্রশ্ন হলো ঠিক কত জনকে রেখে যাওয়া হবে। সংখ্যাটা কয়েক হাজার হতে পারে।যুগান্তর

আফগানিস্তান থেকে যত দ্রুত সম্ভব ঝুঁকিতে থাকা নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে এই প্রতিশ্রুতি দিয়েছেন।

তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর এ পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ন্যাটো। তবে দেশ ছাড়তে মরিয়া আফগানদের পর্যাপ্ত সহযোগিতা না করায় সমালোচনার মুখে পড়েছে ন্যাটো।

রোববার থেকে শুরু করে বিমানবন্দরে এখন পর্যন্ত ১২ জন আফগান নিহত হয়েছেন৷ শুক্রবার বিমানবন্দরে যাওয়ার পথে এক জার্মান নাগরিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন৷ আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতি ক্রমাগত নাজুক হতে থাকায় হুমকিতে থাকা ব্যক্তিদের দ্রুত দেশটি থেকে নিয়ে আসার জন্য চাপ বাড়ছে জার্মানিসহ ন্যাটো দেশগুলোর উপরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *