আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে এই দিনে এক কালিমালিপ্ত অধ্যায় রচিত হয়েছিলো।
বঙ্গবন্ধু বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয়। শত বছরের ঘোর নিশীথিনীর তিমিরবিদারি অরুণ। ইতিহাসের বিস্ময়কর নেতা, বাংলার ইতিহাসের মহানায়ক। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। বাঙালি জাতির পিতা। উন্নত সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন সারথি। গভীর ও বিনম্র শ্রদ্ধায় জাতি তার শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুসহ সেদিনের শহীদদের স্মরণ করবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আজ সরকারি ছুটির দিন।
দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ ১৯৯৬ সালে সরকার গঠন করলে বঙ্গবন্ধু হত্যা মামলা সচল হয়। ২০১০ সালের ২৭ জানুয়ারি আদালতের চূড়ান্ত রায় কার্যকর করা হয়। খুনিদের পাঁচজনের ফাঁসি কার্যকর দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি টিভি ও বেতার বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। সংবাদপত্রগুলো বিশেষণ ক্রোড়পত্র প্রকাশ করেছে।
2021-08-14