এবার ডিজিটাল মুদ্রার ইতিহাসে আরও একটি বড় হ্যাকিংয়ের চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ৬০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি হ্যাক করেছে হ্যাকাররা (বাংলাদেশি টাকায় যা প্রায় পাঁচ হাজার ৯০ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকার সমান)। খবর ফোর্বস এর।

গণমাধ্যমটির দাবি, এ যাবৎকালে ডিজিটাল মুদ্রার ইতিহাসে এটি সবথেকে বড় হ্যাকিংয়ের ঘটনাগুলোর একটি। এক বিবৃতিতে আজ বুধবার পলি নেটওয়ার্কও এমনটাই জানিয়েছে। তারা জানিয়েছে, হ্যাকাররা মোট ১৯৩ মিলিয়ন পাউন্ডের এথারিয়াম হ্যাক করেছে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি হ্যাকের ঘটনা।
পলি নেটওয়ার্ক এরই মধ্যে হ্যাকারদের এই অর্থ ফেরত দেয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি আরও দাবি করেছে, ৬০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি হ্যাকের পাশাপাশি তারা ১৮২ মিলিয়ন পাউন্ডের বাইন্যান্স কয়েন এবং ৬১ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডের ইউএসডিসি কয়েন সরিয়েছে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *