স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনায় আক্রান্ত যেসব রোগীর হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে না- তাদের হোটেলে রেখে চিকিৎসা দেওয়ার চিন্তা করছি। কারণ হাসপাতালে আর জায়গা নেই। গতকাল দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, এমন হোটেল খুঁজছি যেখানে ডাক্তার, নার্স এবং ওষুধপত্র থাকবে। কিছু অক্সিজেনের ব্যবস্থাও করা হবে। যারা মৃদু আক্রান্ত হয়েছে তাদের সেখানে রাখব। তারা সেখানে চিকিৎসা নিয়ে ভালো হয়ে গেলে বাড়ি চলে যেতে পারবেন। সেই ব্যবস্থা আমরা নিয়েছি। জাহিদ মালেক বলেন, হাসপাতালগুলোর ৯০ শতাংশ সিটে রোগী আছে। আইসিইউ ৯৯ শতাংশ ভরে গেছে। এই চিন্তা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ফিল্ড হাসপাতাল তৈরি করছি। সেটার কাজ চলমান আছে। তিনি বলেন, আমরা যাতে স্থানীয়ভাবে টিকা উৎপাদন করি, আন্তঃমন্ত্রণালয় সভায় এ ব্যাপারে জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাত দিনের জন্য বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছি। এই সাত দিনে প্রায় ১ কোটি টিকা দেব, এটাই আমাদের উদ্দেশ্য। টিকা দেওয়ার ক্ষেত্রে গ্রামের যারা বয়স্ক তাদের অগ্রাধিকার দেব। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তাদের জন্য জন্ম নিবন্ধন সনদ বা এসএসসির সনদ নিয়ে টিকা দেওয়ার কথা ভাবা হচ্ছে। – বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *