বিজেপির (ভারতীয় জনতা পার্টি) এক বিধায়ককে রাস্তায় জমে থাকা নোংরা পানিতে খালি পায়ে হাঁটিয়েছেন বিক্ষুব্ধ গ্রামবাসী। ভারতের উত্তরপ্রদেশে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। রাজ্যের হাপুরে গড়মুক্তেশ্বর এলাকার ঢোলপুর গ্রামের এ ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতীয় গণমাধ্যম বলছে, এলাকায় উন্নয়ন হওয়ার আশায় গত বিধানসভা নির্বাচনে কমল সিং মালিক নামে বিজেপির ওই বিধায়ককে জিতিয়েছিল জনতা। কিন্তু ভোটে জয়ের পর আর গ্রামের দিকে আসেননি তিনি। এই সময়ের মধ্যে ড্রেনেজ সিস্টেমসহ একাধিক সমস্যায় বিরক্ত এলাকাবাসী।
ভিডিও ফুটেজে দেখা যায়, পাঞ্জাবি-পায়জামা পরা বিজেপি বিধায়ক কমল সিং মালিককে হাত ধরে পানি জমে থাকা রাস্তায় টেনে নিয়ে যাচ্ছেন এলাকাবাসী। একটি কণ্ঠস্বরকে বলতে শোনা যায়, ‘দেখুন বিধায়ক পানি জমে থাকা রাস্তায় হাঁটছেন। কী করবেন! ওনি এলাকায় এতো দিন কোনো কাজ করেননি যে।’
উল্লেখ্য, ২০২২ সালের শুরুর দিকে রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই উপলক্ষে এলাকাটিতে পদযাত্রা কর্মসূচিতে এসেছিলেন ওই বিধায়ক। এসেই নোংরা পানির মধ্যে হাঁটতে হলো তাকে। গ্রামবাসী যেন উচিত শিক্ষা দিলেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন