রোববার (১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নিজ বাসা থেকে তাকে আটক করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরের যুগ্ম কমিশনার হারুন-অর রশীদ।
[৩] জানা যায়, ইয়াবাসহ মডেল মৌ আক্তারকে আটক করে করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি বলেন, মডেল মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে আমাদের কাছে অনেক আগে থেকেই অভিযোগ ছিল। মৌয়ের বাসা থেকে বিপুল পরিমাণ মদ ও তার বাসায় বারের সন্ধান পাওয়া গেছে।
এর আগে ফারিয়া মাহাবুব পিয়াসার বারিধারার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
অভিযানকালে ডিবি পুলিশের সদস্যরা পিয়াসার ঘরের টেবিল থেকে ইয়াবার কয়েকটি প্যাকেট জব্দ করে। এছাড়া পিয়াসার রান্নাঘরের ক্যাবিনেট থেকে ৯ বোতল বিদেশি মদ এবং পিয়াসার ফ্রিজ খুলে একটি আইসক্রিমের বাক্স থেকে সিসা তৈরির কাঁচামাল এবং বেশ কয়েকটি ই-সিগারেট পান পুলিশ সদস্যরা। পিয়াসার কাছ থেকে ৪টি স্মার্টফোনও জব্দ করেছে পুলিশ।