ধামাকা শপিংয়ের ব্যাংক হিসাব জব্দ

গত ৩০ জুন ধামাকা শপিং এর ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আলোচিত ই-কমার্স কোম্পানি ধামাকা শপিংয়ের ব্যাংক হিসাব জব্দ করতে বাংলাদেশকে ব্যাংককে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “ধামাকার ব্যাংক একাউন্ট ফ্রিজ করতে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছি আমরা। বিভিন্ন ই-কমার্স কোম্পানি নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, আলোচিত ই-কমার্স প্লাটফর্ম ইভ্যালির মতোই বিপুল ডিসকাউন্টে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম মূল্য নিয়ে সময়মত পণ্য বা রিফান্ড পরিশোধ না করার অভিযোগ রয়েছে গতবছর ব্যবসা শুরু করা ধামাকা শপিংয়ের বিরুদ্ধে।

গত ৩০ জুন ধামাকা শপিং সহ আলেশা মার্ট, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট, নিডস, কিউকম, দালাল প্লাস, ইঅরেঞ্জ এবং বাজাজ কালেকশন এর ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ইভ্যালির উপর বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের তথ্য নিয়ে গত ২২ জুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সংবাদ প্রকাশের পর ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়াসহ বেসরকারিখাতের বিভিন্ন ব্যাংক ইভ্যালি, আলেশা মার্ট, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট, নিডস, কিউকম ও ইঅরেঞ্জ এর সঙ্গে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডে লেনদেন স্থগিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *