পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভেঙে পড়লো ভারতের অত্যন্ত শক্তিশালী ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র। সোমবার উড়িষ্যার বালেশ্বরের সমুদ্র উপকূল থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়ে ভারতের এই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ব্রহ্মসের সবচেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রটিরই পরীক্ষামূলক উৎক্ষেপণ চলছিল। এটি ৪৫০ কিলোমিটার দূরের যে কোনও লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানার ক্ষমতাসম্পন্ন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, সোমবার বালেশ্বরের সমুদ্র উপকূল থেকে উৎক্ষপণের পরপরই ভেঙে পড়েছে ব্রহ্মস। কেন এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। কারণ অনুসন্ধানের জন্য ব্রহ্মস অ্যারোস্পেস কর্পোরেশন এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বিজ্ঞানীদের নিয়ে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। ব্রহ্মসের ভেঙে পড়ার কারণ খুঁজে বের করবেন তারা। সূত্র: আনন্দবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *