করোনাভাইরাসের কারণে অনেকটা ঘরবন্দি অভিনেত্রী, নৃত্যশিল্পী চাঁদনী। অনেকটা অবসরেই কাটছে তার জীবনযাপন। এই অবসরে থেকেই গত বছর তিনি চালু করেছিলেন ‘চাঁদনী টিউব’ নামের একটি ইউটিউব চ্যানেল।

শুরুর দিকে চ্যানেলটির তেমন কোনো কার্যক্রম ছিল না। তবে ধীরে ধীরে এই চ্যানেলটি নিয়ে সক্রিয় হয়ে উঠছেন এই তারকা। গত বছর জীবনের প্রথম মৌলিক গানে কণ্ঠ দেন চাঁদনী।

‘জানি না’ শিরোনামের গানটি লিখেছিলেন তার মা ফাতেমা বেগম। ফারহান লাবিব আহমেদের সুরে সেই গানটি দিয়েই তার চ্যানেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এরপর থেকে নানা ধরনের কন্টেন্ট আপলোড করতে থাকেন তার চ্যানেলে। সেই ধারাবাহিকতায় আগামী ঈদের সময় একটি নাচের ভিডিও প্রকাশ করবেন তার চ্যানেলে।

এই চ্যানেলের কার্যক্রম সম্পর্কে চাঁদনী বলেন, অনেকটা শখের বসেই ইউটিউব চ্যানেল চালু করেছিলাম। তবে এখন দেখছি দর্শক বেশ উৎসাহ নিয়েই আমার চ্যানেলটি দেখছেন। তাই আমিও এর কার্যক্রম বিস্তৃত করব। ঈদের পর করোনার সংক্রমন কমলে তখন আরও নিত্য নতুন কন্টেন্ট তৈরী করে চ্যানেলে প্রকাশ করব।

আগামী ঈদে এটিএন বাংলা, আরটিভি ও মাইটিভির তিনটি নাচের অনুষ্ঠানে পারফর্ম করেছেন চাঁদনী। তবে করোনাভাইরাসের কারণে ঈদের কোনো নাটকে অভিনয় করেননি এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *