দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৩০ জনের মৃত্যু হয়েছে। দেশে একদিনে করোনায় মৃত্যু এটাই সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৭৪ জনের।

আজকের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪১৯ জনে।
অন্যদিকে, দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন। গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *