নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ওই আস্তানায় অভিযানকালে ইতোমেধ্যে সোয়াত ও বোম ডিস্পোজাল ইউনিট বিস্ফোরণ ঘটিয়ে তিনটি বোমা নিষ্ক্রিয় করেছে।
সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন জানান, রোববার ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে মামুন নামে এক জঙ্গিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়।
অভিযান শেষে সোয়াত থেকে বলা হয়, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পক্ষ থেকে প্রেস বিফ্রিং এ বলেন, আমরা সেখান থেকে বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছি। এবং ৩টি তাজা বোমা নিষ্ক্রিয় করেছি।
সিটিটিসির কর্মকর্তারা জানান, মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। ইমামতির আড়ালে তিনি বোমা তৈরির একটি কারখানা গড়ে তুলেছেন।এদিকে কয়েক ঘণ্টার অভিযান শেষে রাত ১২টার দিকে বন্দর উপজেলার মদনপুরের কেওডালা মদনপুর এলাকায় জঙ্গি সন্দেহে আরও একটি বাড়ি ঘেরাও করেছে পুলিশের বিশেষ বাহিনী সিটিটিসি। সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, মদপুরের বাড়িতে রাতেই অভিযান চালানো হবে।