নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুন লাগার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত, চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ মোরসালিন (২৮) ঢাকা মেডিক্যাল হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনে।
এর আগে কারখানার ভিতর থেকে দগ্ধ মিনা আক্তার (৪০) ও স্বপ্না রানী (৩৩) নামে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। স্বপ্না সিলেটের যথি সরকারের স্ত্রী। মিনা আক্তার রূপগঞ্জের গোলাকান্দাইল নতুনবাজার এলাকার হারুন মিয়ার স্ত্রী। নিহত স্বপ্না রানীর মেয়ে বিশাখা রানীও এখানেই কাজ করেন।
বৃহস্পতিবার বিকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক। এর মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজে ১৬ জনকে ভর্তি করা হয়েছে।