যুক্তরাষ্ট্রে ঝড় ‘এলসা’ আঘাত হানতে যাচ্ছে। আর এই ঝড়ের কারণেই উদ্ধারকাজ স্থগিতের ঘোষণা দিয়েছে কর্মকর্তারা। শনিবার তল্লাশি ও উদ্ধার অভিযান স্থগিত করে কর্মকর্তারা ১২তলা চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথের অবশিষ্ট অংশও গুঁড়িয়ে দেওয়ার প্রস্তুতি নেন। বিবিসি

মিয়ামি ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন বলেন, এই ভবন ধ্বংসের জন্য আমাদের কাছে কোনো নির্দিষ্ট সময় নেই। তিনি জানান, ধ্বংসের জন্য পিলারে ড্রিল করাসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পর তল্লাশি ও উদ্ধার কাজের জন্য স্থানটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুততম সময়ের মধ্যে আমরা কাজটি করার চেষ্টা করছি। ঝড়ের আগেই কাজটি করা যাবে বলে আশাবাদী আমরা।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান,নিয়ন্ত্রিত বিস্ফোরক ব্যবহার করে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হবে। পরিকল্পনা করার জন্য ঠিকাদাররা শনিবার ভবনটি পরীক্ষা করেছেন বলে।

শনিবার রাতে ভবনটির ধ্বংসস্তূপে আরও দুটি মৃতদেহ পাওয়া গিয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কর্মকর্তারা।এতে ভবনধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। শনিবার রাতে নিখোঁজের সংখ্যা ১২১ জনে নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *