সংবাদদাতা :
মাসিক সপ্তনীল সাহিত্য পত্রিকার সাহিত্য আড্ডা জাতীয় কবিতা পরিষদ এর ফেনী জেলা সভাপতি, বিটিভি’র গীতিকার ও সুরকার কবি মুহাম্মদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে সপ্তনীল পত্রিকা প্রধান সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এর পরিচালনায় শহরের একটি হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে স্বরচিত কবিতা আবৃত্তি করেন ও বক্তব্য রাখেন, সচিত্র সোনার হরিণ নির্বাহী সম্পাদক কবি সাইরাস চৌধুরী, FTV হেড অব নিউজ ও ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি সাংবাদিক এম শরীফ ভূইয়া,ফেনী কার্ডিয়াক হাসপাতাল ভাইস চেয়ারম্যান ও ফেনী সাহিত্য একাডেমি মহাসচিব সাংবাদিক তোফায়েল আহমদ মিলন, শব্দ সাহিত্য পত্রিকার নির্বাহী সম্পাদক কবি হেলাল শাহাদাত, সময়ের গর্জন সম্পাদক আরিফুর রহমান, সপ্তনীল সম্পাদক কবি সাইফ ফরহাদী, কবি আমিন আফসারী প্রমুখ।