টানা ১১ দিন গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় নারী-শিশুসহ আড়াই শতাধিক ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। এরপর হামাসের চাপে যুদ্ধবিরতিতে সম্মত হলেও নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। জানা গেছে, পশ্চিম তীরে যাযাবর বেদুইন জনগোষ্ঠির অন্তর্ভুক্ত ফিলিস্তিনি পরিবারগুলোর তাবু ধ্বংস করে দিয়েছে ইসরায়েল বাহিনী। খবর আনাদোলু এজেন্সির।

গণমাধ্যমটি বলছে, গত রবিবার অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তর-পশ্চিমে অবস্থিত তাইব গ্রামের কাছে বেদুইনদের সব ঘরবাড়ি ধ্বংস করার এ ঘটনা ঘটে। অনেক আগে থেকেই এসব ফিলিস্তিনির বাড়িঘর ধ্বংস করার পরিকল্পনা ছিলো। ইসরায়েল চাইছে বেদুইন সম্প্রদায়ের ওই এলাকাটিকে খালি করে ইহুদি বসতি নির্মাণ করে দখলদার কোম্পানিগুলোকে সুবিধা দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *