চলচ্চিত্র নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার নাসির উদ্দিন মাহমুদসহ ৫ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
রাজধানীর বিমানবন্দর থানায় সোমবার দিবাগত রাত ১২টার পর মামলা নথিভুক্ত করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন- তুহিন সিদ্দিকি অমি, নাজমা আমিন বৃষ্টি, লিপি আক্তার ও সুমি আক্তার।
বিমানবন্দর থানার এসআই মশিউর আলম বলেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মানিক কুমার সিকদার এ মামলাটি করেছেন। এর আগে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমনির করা মামলার প্রধান দুই আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিকে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় ওই বাসা থেকে লিপি, সুমি ও স্নিগ্ধা নামের তিন তরুণীকেও আটক করা হয়। অভিযানকালে বাসা থেকে মাদক উদ্ধার করা হয়।