সংবাদদাতা :
ফেনীতে দৈনিক অধিকারের আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ফেনী জেলা-উপজেলা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৩ জুন) রাতে ব্যুরো অফিস ফেনীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ব্যুরো প্রধান এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দৈনিক অধিকারের সহযোগী সম্পাদক গোলাম জাকারিয়া।
এসময় প্রতিনিধিদের সম্মিলিত লেখনীর দ্বারা অত্র ব্যুরো অঞ্চলের অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ে সচেষ্ট ভূমিকা পালনে উৎসাহিত করে বক্তব্য রাখেন তিনি।
ব্যুরোর স্টাফ রিপোর্টার (নোয়াখালী) আরিফ সবুজের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক।
উপস্থিত ছিলেন- দৈনিক অধিকারের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রাকিব হোসেন আপ্র, কুমিল্লা জেলা প্রতিনিধি রেজাউল করিম রাসেল, কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি রহমত উল্যাহ, দেবীদ্বার উপজেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ তুহিন, রিপোর্টার নুসরাত চৌধুরী, বিজ্ঞাপন প্রতিনিধি ও ক্যামেরা পার্সন ইয়ামনি চৌধুরী মারুফ।
এছাড়াও অসুস্থতার কারণে সম্মেলনে অনুপস্থিত চাঁদপুর জেলা প্রতিনিধি শিহাবুদ্দিন সেলিম, ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি বকুল আক্তার দরিয়া ও ফেনী সদর উপজেলা প্রতিনিধি আজিজ আল ফয়সালের দ্রুত আরোগ্য কামনা করে সম্মেলনের শুরুতে দোয়া করা হয়।
এসময় অত্র অঞ্চলের প্রতিবেদক ও প্রতিনিধিদের মাঝে আইডি কার্ড এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন ব্যুরো প্রধান।
এস এম ইউসুফ আলী
০১৮১২১৫৯৯৬১