বৈদেশিক মুদ্রার সংকট মেটাতে বাংলাদেশের শরণাপন্ন হয়েছে শ্রীলঙ্কা। জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ২০ কোটি ডলার ধার দিতে যাচ্ছে দেশটিকে। মুদ্রা বিনিময়ের (কারেন্সি সোয়াপ) আওতায় বন্ধুপ্রতিম দেশটিকে এই সহায়তা দেয়ার ব্যাপারে সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা বোর্ড।
শ্রীলঙ্কার জিডিপির আকার ৮ হাজার ৪০০ কোটি ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০০ কোটি ডলারের কাছাকাছি, এটি জিডিপির ৪ দশমিক ৭৬ শতাংশ। এই আর্থিক অবস্থা মোটেও সন্তোষজনক নয় বরং আন্তর্জাতিক রেটিং-এর ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতি সামাল দিতে কারেন্সি সোয়াপ ডিলের মাধ্যমে অন্য দেশ থেকে বৈদেশিক মুদ্রা আনা হয়। সেই নিয়মেই তারল্যের সংকট কাটাতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে শ্রীলঙ্কা। বিশেষ বিবেচনায় দেশটির ডাকে সাড়া দিয়েছে বাংলাদেশ।
জানা গেছে, স্বল্পসুদে শ্রীলঙ্কাকে তিন মাসের জন্য এই ঋণ দেয়া হবে। শ্রীলঙ্কা যদি কোনো কারণে এই অর্থ ফেরত দিতে না পারলে দু’দেশের বৈদেশিক বাণিজ্য থেকে এই টাকা সমন্বয় করে নেয়ার সুযোগ আছে। এ ধরনের ঋণ দেয়া বাংলাদেশ ব্যাংকের জন্য সুনাম বয়ে আনার পাশাপাশি রেটিংয় বৃদ্ধিতেও সুবিধা দেবে।বিজনেস স্ট্যান্ডার্ড