একদিনের ব্যবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজনের করোনাভাইরাসের নেগেটিভ রিপোর্ট এসেছে। শনিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সিরিজে সুজনের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল। তাই সেই ১৬ মে থেকে কয়েক দফা কোভিড টেস্ট হয়েছে তার। যার তিনটিতেই নেগেটিভ এসেছে। কিন্তু শুক্রবারের রিপোর্ট পজিটিভ আসায় নিজেকে আইসোলেশনে রেখেছিলেন তিনি।
কিন্তু শনিবার রাতে করোনার সর্বশেষ রিপোর্ট নেগেটিভ আসার পর আবার স্বস্তির নিশ্বাস ফেলছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক
বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে খালেদ মাহমুদ সুজন বলেন, সেই ১৬ মে থেকে টেস্ট করাচ্ছি। শুক্রবারের রিপোর্টটি ছাড়া প্রতিবারই নেগেটিভ এসেছে। পরে আবার আজ (শনিবার) সকালে টেস্ট করানো হয়েছে। রাত ৯টার পর জানা গেল সে রিপোর্ট নেগেটিভ।