স্থানীয় সময় শুক্রবার রাত ২টা (বাংলাদেশ সময় ভোর ৫টা) থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। বিবিসি
টানা ১১ দিন অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানোর পর এ সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। হামাস বলেছে, এটি ফিলিস্তিনি জনগণের বিজয়। ইসলামিক জিহাদও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
বৃহস্পতিবারও গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত ছিলো । অন্তত ১০০ বার উত্তর গাজার হামাস স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালায়। জবাবে রকেট ছোঁড়ে হামাস।
১০ মে শুরু হওয়া ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ৬৫ জন শিশু। অন্যদিকে ইসরায়েলে মারা গেছে ১২ জন। সিএনএন
এই রক্তপাত বন্ধে বিভিন্ন দেশ আহ্বান জানালেও তাতে সাড়া দিচ্ছিলো না ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে সহিংসতা প্রশমনের কথা বলেন। তবে এরপরও নেতানিয়াহু হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।
বৃহস্পতিবারই হামাসের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, এক বা দুই দিনের মধ্যে যুদ্ধবিরতির আশা করছেন তিনি।
তবে যুদ্ধবিরতি কতোদিন কার্যকর থাকবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেক বিশ্লেষক।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রাক্তন দূত ডেনিস রস বলেছেন, এই শান্তিচুক্তি স্বল্পমেয়াদী হবে। জেরুজালেম পোস্ট
ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতির ব্যাপারে কিছুক্ষণের মধ্যেই কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।